ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৬ শতাধিক পুলিশ সদস্য বদলিতে ইসির অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
৬ শতাধিক পুলিশ সদস্য বদলিতে ইসির অনুমোদন

ঢাকা: পুলিশ পরিদর্শকসহ বাহিনীটির ছয় শতাধিক সদস্য বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ১৪ পুলিশ পরিদর্শক, একজন সার্জেন্ট, এসআই ও এএসআই মিলে মোট ১০৫ পুলিশ কর্মকর্তা এবং ৫৩১ জন নায়েক ও পুলিশ কনস্টেবল বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসি। অর্থাৎ মোট ৬৩৬ পুলিশ সদস্য বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সংস্থাটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে ধারাবাহিক বদলি করা হচ্ছে ইসির নির্দেশনায়। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।