ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নীলফামারীতে ৫৬৩ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৬৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
নীলফামারীতে ৫৬৩ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৬৮

নীলফামারী: জেলার চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে ৫৬৩টি কেন্দ্রে। ভোট গ্রহণের জন্য শনিবার (৬ জানুয়ারি) বিকেলের মধ্যে এসব কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জেলার ৫৬৩ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৬৮টি কেন্দ্র। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে অধিক নিরাপত্তা ব্যবস্থা।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪টির মধ্যে ৪০টি, নীলফামারী-২ (সদর) আসনে ১৩৫টির মধ্যে ৩৩টি, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১০৫টির মধ্যে ৪৬টি, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১৬৯টির মধ্যে ৪৯টি ঝুঁকিপূর্ণ রয়েছে। রিটার্নিং কর্মকর্তার দপ্তর এসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ জানান, জেলায় চারটি সংসদীয় আসনে ৫৬৩টি ভোট কেন্দ্রে তিন হাজার ৩৫৪টি বুথে ভোটগ্রহণ হবে। গুরুত্বপূর্ণ ১৬৮টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব সদস্যরা নির্বাচনী মাঠে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।