ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

ভোলা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোলা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

ভোলা: ভোলা-৩ আসনে ভোট থেকে সরে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন।  

রোববার (৭ জানুয়ারি) দুপুরে নিজ বাড়িতে বসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এ সময় তিনি ভোট কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগ তোলেন। তিনি বলেন, কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

তবে জেলা রির্টানিং অফিসার আরিফুজ্জামান বলেন, কোনো প্রার্থীর ভোট বর্জনের কথা তিনি জানেন না। নির্বাচন শতভাগ সুষ্ঠু হচ্ছে।

এদিকে সকাল থেকে ভোলার চারটি সংসদীয় আসনে ভোটগ্রহন চলছে। দু'একচি বিচ্ছিন্ন ঘটনা ছড়া নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ