রাজশাহী: দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
রোববার বিকেলে ভোটগ্রহণ শেষে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনেই দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এজন্য প্রার্থী-ভোটার, আইন-শৃঙ্খলা বাহিনীর সবাইকে ধন্যবাদ জানাই।
রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ আরও বলেন, কোনো কোনো আসনে দুয়েকটি কেন্দ্রের ফলাফল এখনও আমরা পাইনি। সেটি বাদে এখন পর্যন্ত রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ৪৬ শতাংশ, রাজশাহী-২ (সদর) আসনে ২০ শতাংশ, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ৪০ দশমিক ১৩ শতাংশ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে ৫৩ শতাংশ, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৪৬ দশমিক ১৮ শতাংশ এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪৪ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসএস/এমজে