ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেহেরপুর-২ আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
মেহেরপুর-২ আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে এগিয়ে

মেহেরপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ গাংনী আসনের ২৫টি ভোট কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার এএসএম নাজমুল হক সাগর নৌকা প্রতীকে ২৩ হাজার ২৪০ ভোট পেয়ে এগিয়ে আছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন (ট্রাক প্রতীকে) ১২ হাজার ২১৩ ভোট পেয়েছেন।

একটি অসমর্থিত সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

শুধুমাত্র গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসনে মোট প্রার্থী ৭জন। এরা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন (ট্রাক), তৃণমূল বিএনপি প্রার্থী সাবেক এমপি আব্দুল গণি (সোনালী আঁশ), জাতীয় পার্টি প্রার্থী কেতাব আলী (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আল ফারুক বাবুল (ডাব), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) গোলাম রসুল (আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী শাহ জামাল (ছড়ি)।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শুধুমাত্র গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৮২৯। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৭ হাজার ৪৯৩ জন, নারী ভোটার এক লাখ ২৮ হাজার ৪৩৪ জন এবং তৃতীয়লিঙ্গের (হিজরা) ভোটার ২টি। ১৯৯১ ও ২০০১ সালে এ আসনটিতে বিএনপির আব্দুল গণি এমপি নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপি প্রার্থী আমজাদ হোসেন। ১৯৯৬ ও ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মকুবল হোসেন জয়লাভ করেন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন বিজয়ী হন। ২০০১ ও ২০০৮ সালে নৌকা প্রতীক পেলেও পরাজিত হন মকবুল হোসেন।

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।