ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১ আসনে সালমান এফ রহমান বিজয়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা-১ আসনে সালমান এফ রহমান বিজয়ী সালমান ফজলুর রহমান

ঢাকা: ঢাকা-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন সালমান ফজলুর রহমান। রোববার (০৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।

আনিসুর রহমান বলেন, ঢাকা-১ আসনে ১শ ৮৪টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সালমান ফজলুর রহমান। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৫০ হাজার ৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দী সালমা ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে ৩৪ হাজার ৯৩০টি ভোট পেয়েছেন।

এছাড়া বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. করম আলী হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছে ৬শ ৪২টি, গণফ্রন্টের শেখ মো. আলী মাছ প্রতীক নিয়ে পেয়েছে ৫৩১টি, বাংলাদেশ সুপ্রিম পার্টির সামসুজ্জামান চৌধুরী একতারা প্রতীক নিয়ে পেয়েছে ৫০৮টি, তৃণমূল বিএনপির মুফিদ খান সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৩টি এবং ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর হাকিম আম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩০টি ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।