ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বগুড়া-২ আসনে টানা তৃতীয়বারের মতো জিন্নাহ জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বগুড়া-২ আসনে টানা তৃতীয়বারের মতো জিন্নাহ জয়ী

বগুড়া: বগুড়া-২ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ।  

১১০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৯৫২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ২০৩ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বগুড়া-২ আসনে ২৭ দশমিক ৩৫ শতাংশ ভোট পড়েছে।

জানা গেছে, ২০১৪ সাল থেকে এই আসনে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ।

বগুড়া-২ আসনে অন্য প্রার্থীদের মধ্যে কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন পেয়েছেন ১০ হাজার ৮৯০ ভোট, বিএনএফের টেলিভিশন প্রতীকে বরকত উল্লাহ তিন হাজার ৭০ ভোট, তৃণমূল বিএনপির বজলুর রহমান সোনালী আঁশ প্রতীকে ৬৮০ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মুনছুর রহমান ১৯৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আল ফারাবী বেঞ্চ প্রতীকে ৬২১ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।