ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশাল-৪ আসনে পঙ্কজ বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বরিশাল-৪ আসনে পঙ্কজ বিজয়ী

বরিশাল: বরিশাল-৪ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ।

রোববার (৭ ডিসেম্বর) দিনভর ভোট শেষে রাত সোয়া ১০টার দিকে এ আসনের সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

ঈগল প্রতীকের এ প্রার্থী ১ লাখ ৫৩ হাজার ৭৯৪ ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো বরিশাল-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী পঙ্কজ নাথ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৪৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৬৭৫ ভোট।

বরিশাল-৪ আসনের ১৪৯ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ২২৭ জন। এর মধ্যে মোট ১ লাখ ৭৪ হাজার ৯০৬ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৪৪ দশমিক ৪৮ ভাগ। আর বা‌তিলকৃত ভোটের সংখ‌্যা ৩ হাজার ৮৭৩।

এ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হৃদয় ইসলাম চুন্নু পেয়েছেন ১৮৮৯ ভোট।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, জানুয়া‌রি ৭, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।