ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজশাহীর পাঁচটিতে আ.লীগের জয়জয়কার, স্বতন্ত্র একটি

শরীফ সুমন, সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
রাজশাহীর পাঁচটিতে আ.লীগের জয়জয়কার, স্বতন্ত্র একটি

রাজশাহী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের জয়জয়কার। বিপুল ভোটের ব্যবধানে পাঁচটিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা।

কেবল একটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। যদিও সেই স্বতন্ত্র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগেরই প্রথম সারির নেতা। নৌকার মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বড় ব্যবধানে হারান ১৪  দলীয় জোটের প্রার্থীকে (নৌকা)।

রোববার (৭ জানুয়ারি) রাতে রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এক এক করে প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল আসতে থাকে। রাজশাহীতে এবার মোট ৭৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ফালাফল আসার পর ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাজশাহী জেলা রিটার্নিং অফিসার শামীম আহমেদ।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর): রাজশাহী-১ আসনে ১ লাখ ৩৫ হাজার ৯২ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী (কাঁচি) পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। অর্থাৎ এ আসনে ১১ হাজার ১৭৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

রাজশাহী-২ (সদর): রাজশাহী-২ (সদর) আসনে ৫৪ হাজার ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা (কাঁচি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা (নৌকা) পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট। অর্থাৎ ২৩ হাজার ৪৪০ ভোটের ব্যবধানে কাঁচি প্রতীকের কাছে হেরেছে নৌকা। ফজলে হোসেন বাদশা জোট প্রার্থী হিসেবে এ আসনের পরপর তিনবারের সংসদ সদস্য।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর): রাজশাহী-৩ আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম খান (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজর ২৭৪ ভোট। ১ লাখ ৪৯ হাজার ৬৩৫ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীর কাছে হেরেছেন লাঙ্গলের প্রার্থী।

রাজশাহী-৪ (বাগমারা): রাজশাহী-৪ আসনে ১ লাখ ৭ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার ইনামুল হক কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩ হাজার ৫৬১ ভোট। ৫৩ হাজার ৫০৪ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীর কাছে হেরেছেন তিনবারের এ সংসদ সদস্য।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): রাজশাহী-৫ আসনে ৮৬ হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা। টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। সরকারের এক মেয়াদ বাদে ফের দলীয় মনোনয়ন পেয়েই নির্বাচিত হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওবায়দুর রহমান (ঈগল) পেয়েছেন ৮৩ হাজার ৮৬২ ভোট। অর্থাৎ ৩ হাজার ৫১ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীর কাছে হেরে গেছে ঈগল।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট): রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ৯৯ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা রাহেনুল হক  (কাঁচি) পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট। অর্থাৎ ২৪ হাজার ৮০৩ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্যকে হারিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৭৭ হাজার ৬৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন, নারী ভোটার ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ভোট পড়েছে ৪১ দশমিক ৬৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।