ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নওগাঁ-২ আসনে ভোট, ৫ দিন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
নওগাঁ-২ আসনে ভোট, ৫ দিন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদেরবাতিল হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচনে পাঁচ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

সোমবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাজহারুল ইসলাম এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনে নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিনসহ মোট পাঁচ দিনের জন্য পুলিশ ও আনসারের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব এবং প্রতি উপজেলায় চার প্লাটুন করে মোট আট প্লাটুন বিজিবি মোতায়েন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।  

বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল হয়েছিল। ঢাকার একটি হাসপাতালে ২৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
ইইউডি/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ