ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শ্যামনগরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা দোহা ও মজনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
শ্যামনগরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা দোহা ও মজনু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদুল আলম দোহা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএম মজনু ই-ইলাহী।

সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর পৌরসভার হায়বাতপুর মোড়ের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি জিএম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, আশেক এলাহী মুন্না, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিবরসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও দলের সিদ্ধান্তের আলোকে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।  

প্রসঙ্গত: ঘোষিত তফশিল অনুযায়ী ২২ এপ্রিল প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।