ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আমতলী সদর ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী মিঠু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
আমতলী সদর ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী মিঠু

বরগুনা: আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাহিদুল ইসলাম মিঠু। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ছয় হাজার ৮০৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিকের প্রার্থী মোতাহার উদ্দিন মৃধা পেয়েছেন পাঁচ হাজার ৬৫৮ ভোট।

জানা যায়, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন রোবার শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন প্রতিদ্বন্দ্বী করেছেন। এরমধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. জাহিদুল ইসলাম মিঠু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোতাহার উদ্দিন মৃধা।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা জানান, ভোটের ফলাফলে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী জাহিদুল ইসলাম মিঠু বিজয়ী হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।