চাঁদপুর: প্রথম ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে। এর মধ্যে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলে রয়েছে তিনটি ভোট কেন্দ্র।
মঙ্গলবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর উপকূলীয় কেন্দ্রগুলোতে কোস্টগার্ডের দুটি জাহাজ ও তিনটি উচ্চ গতিসম্পন্ন টহল বোটের মাধ্যমে সার্বক্ষণিক টহল দেওয়া হয়।
এদিন উপজেলার বোরোচর, বাহেরচর ও বাহাদুরপুরে ২০ সদস্য বিশিষ্ট দুটি কন্টিনজেন্ট মোতায়েন কোস্টগার্ড। এছাড়া কন্টিনজেন্ট কর্তৃক চরাঞ্চলে মোটরবাইকযোগে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তকিউল এহসান এ বিষয়ে বলেন, উপজেলা নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য কোস্টগার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ব এবং পরবর্তীকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ২ লাখ ৭৭ হাজার ৮২৫ জন ভোটার এবং মতলব দক্ষিণে ৫৮টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৭ হাজার ২৬ জন ভোটার। বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনে এ দুই উপজেলায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রদান করবে। দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন ১০ জন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০৭, ২০২৪
এসআরএস