ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা নির্বাচন

বরকলে চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ৮, ২০২৪
বরকলে চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন সন্তোষ কুমার চাকমা

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা এবং নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাখি চাকমা।  

বুধবার (৮ মে) বিকেলে তারা দুজনই ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা এ সময় পুনর্নির্বাচন দাবি করে বলেন, আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী বিধান চাকমাসহ তাদের সমর্থিত প্রার্থীদের জেতাতে ওই সংগঠনের সশস্ত্র কর্মীরা বিভিন্ন এলাকায় ভোটারদের চাপ প্রয়োগ, বাধা প্রদানসহ ভোটের পরিবেশ নষ্ট করায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী সন্তোষ আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আর  মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাখি চাকমা সেলাই মেশিন প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ