ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

চাঁদপুরে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মে ১২, ২০২৪
চাঁদপুরে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

চাঁদপুর: তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে। যাচাই-বাছাই শেষে দুই উপজেলায় প্রার্থী ছিলেন ২৭ জন।

রোববার (১২ মে) দুই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বিকেলে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং অফিসার (কচুয়া ও ফরিদগঞ্জ) মো. মোজাম্মেল হোসেন।  

মনোনয়নপত্র প্রত্যাহার করা পাঁচ প্রার্থী হলেন- ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলার ছাত্রলীগের সাবেক নেতা মো. তছলিম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তোফায়েল আহমেদ ভূঁইয়া ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল ইসলাম ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জোবায়ের হোসেন।

নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন থাকছেন।

এছাড়া কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।