ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

নির্বাচন ও ইসি

প্রচারণায় জীবন্ত ঘোড়া, সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মে ১৭, ২০২৪
প্রচারণায় জীবন্ত ঘোড়া, সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণা চালানোয় ও আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (১৭ মে) বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদের প্রতিদ্বন্দ্বী ওই প্রার্থীকে এ জরিমানা করা হয়।

 

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম ওই জরিমানা করেন।
সূত্র জানায়, বেশ কয়েকদির ধরে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু জীবন্ত ঘোড়ার গাড়িতে চড়ে প্রচারণা চালিয়ে আসছেন এবং আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশ ওই প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে যান এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা প্রসঙ্গে প্রার্থী ফয়সাল দিদার দিপু বলেন, ‘জরিমানা বিধি মোতাবেক হয়নি। এটি আক্রোশমূলক বলা চলে। ’
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এই উপজেলার নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রার্থী, কর্মী ও সমর্থক যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।