ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আড়াইহাজারে এজেন্টকে মারধর করায় যুবলীগ নেতার ভাইয়ের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ২১, ২০২৪
আড়াইহাজারে এজেন্টকে মারধর করায় যুবলীগ নেতার ভাইয়ের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার দোয়াত-কলম প্রতীকের এজেন্টকে মারধর করায় জাইদুল করিম নামে ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) আড়াইহাজারের সম্ভুপুরা হাইস্কুলে (ভোটকেন্দ্র ১২০) এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত জাইদুল করিম ভূঁইয়া আড়াইহাজারের লক্ষ্মীপুরার জমির উদ্দিন ভূঁইয়ার ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়ার চাচাতো ভাই।

জানা গেছে, খাগকান্দা ইউনিয়নের ভোটকেন্দ্র নম্বর ১২০ এ ভোট চলাকালীন সময়ে এজেন্ট মো. মাঈনুল ইসলামের সঙ্গে জাইদুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাঈনুল ইসলামকে মারধর করেন জাইদুল। এ সময় কেন্দ্রের দায়িত্বরত পুলিশ তাকে আটক করে।

এজেন্টকে মারধর করার কারণে আড়াইহাজার উপজেলায় দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামচুল হক ঘোড়া মার্কা এজেন্ট জাইদুল করিমকে নির্বাচনী বিধিমালা ২০১৩ এর ৭৭ (১ জ) মোতাবেক দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ২১, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।