ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

নির্বাচন ও ইসি

নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ২১, ২০২৪
নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে জরিমানা সোহরাব হোসেন বাবুল

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া  ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (২১ মে) দুপুরের দিকে দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুলকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে দপদপিয়া ইউপি কেন্দ্রে মোটরসাইকেলযোগে প্রবেশ করেন চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল। ওই মোটরসাইকেল রিটার্নিং কর্মকর্তা অনুমোদিত না হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ তাকে আটক করেন। ঘণ্টাখানেক পরে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।