ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৬০ উপজেলায় ভোটের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুন ৩, ২০২৪
৬০ উপজেলায় ভোটের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে প্রচার মধ্যরাতে শেষ হচ্ছে। এরপর কোনো প্রার্থী প্রচার চালালে পড়তে পারেন প্রার্থিতা বাতিলের ঝুঁকিতে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, আগামী ৫ জুন সকাল ৮টায় চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হবে। আইন অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়। এক্ষেত্রে সোমবার (৩ জুন) দিনগত রাত ১২টার পর আর প্রচার চালানো যাবে না।

চতুর্থ ধাপের ভোটে রংপুরের বদরগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে একজন, টাঙ্গাইলের গোপালপুরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে দুজন, কিশোরগঞ্জের কুলিয়ারচরে চেয়ারম্যান পদে একজন এবং ফেনীর ছাগলনাইয়ায় ভাইস চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

৬০ উপজেলার মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং ৫৪টি উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে দুর্গম এলাকার ১৯৭টি কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠানো হবে। আর ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে চার হাজার ৯৪৭টি কেন্দ্রে।

এ ধাপে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন অর্থাৎ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ ভোটার তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ০৩, ২০২৪
ইইউডি/আরইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।