ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছাত্রলীগ নেতার বুকে ইসির সাংবাদিক কার্ড, ঘুরছেন ভোটকেন্দ্রে!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুন ৫, ২০২৪
ছাত্রলীগ নেতার বুকে ইসির সাংবাদিক কার্ড, ঘুরছেন ভোটকেন্দ্রে!

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে এক ছাত্রলীগ নেতাকে সাংবাদিক কার্ড বুকে লাগিয়ে ভোট কেন্দ্রে ঘুরতে দেখা গেছে।  

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় বুধবার (৬ জুন) সকাল ৮টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

ভোট শুরুর পর থেকে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের চান্দগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ছাত্রলীগ নেতাকে দেখা যায়।  

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল।  বুকে ঝোলানো কার্ডে লেখা আছে নাম মো. আবদুল জলিল। পত্রিকার নাম দৈনিক প্রতিদিনের চিত্র।

তিনি সাংবাদিক কার্ড ঝুলিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান ভূঁইয়া বাছির।  

তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা আবদুল জলিল ইসির সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছে। সে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করছে। প্রশাসনের কাছে বিচার চাই।  

একই অভিযোগ করেন উপজেলা পরিষদ নির্বাচনের পালকি প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী বাপ্পা সোহাগ।  

তিনি বলেন, এ ছাত্রলীগ নেতা কেন্দ্রে অবস্থান করে আমার ভোটে বাধা দিচ্ছে। সে কখনও সাংবাদিক ছিল না। নির্বাচন উপলক্ষে ইসির সাংবাদিক কার্ড নিয়ে আধিপত্য বিস্তার করছে।  

অভিযুক্ত ছাত্রলীগের নাঙ্গলকোট উপজেলার সাধারণ সম্পাদক আবদুল জলিলকে কল দিলে তিনি নিজেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। তিনি সাংবাদিক কি না এমন প্রশ্নের পর নেটওয়ার্ক স্লো বলে কল কেটে দেন।  

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, এমন খবর পাইনি। আমরা বিষয়টি এখনই দেখছি।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুন ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ