ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা ভোট: সংক্ষুব্ধরা নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
উপজেলা ভোট: সংক্ষুব্ধরা নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারবেন

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ফলাফল গেজেট আকারেও প্রকাশ করা হচ্ছে।

ফলে যারা নির্বাচন নিয়ে সন্তুষ্ট নয়, তাদের জন্য ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে।

ইসির নির্বাচন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে জজদের (বিচারক) নিয়ে ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আইন অনুযায়ী, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী যেকোনো প্রার্থী ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনের ১৮০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করবেন। এছাড়া ট্রাইব্যুনালে বিচারের সন্তুষ্ট না হলে সংক্ষুব্ধ প্রার্থী ট্রাইব্যুনালে রায়ের ৩০ দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আপিল ট্রাইব্যুনাল সেই আবেদনের ১৮০ দিনের মধ্যে আপিল আবেদন নিষ্পত্তি করবেন।

৮ মে থেকে ৯ জুন পর্যন্ত দেশের উপজেলাগুলোয় নির্বাচন সম্পন্ন করেছে ইসি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।