ঢাকা: সরকার পরিবর্তনের পর বৈষম্য দূর করতে নিয়োগ বিধিমালা সংশোধনের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বৈঠক ডেকেছে সংস্থাটি।
অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩ সংশোধন সংক্রান্ত কমিটির সভা আগামী ৯ অক্টোবর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে, কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক দাখিলকৃত আবেদনগুলোর বিষয়ে সিদ্ধান্ত ও নির্বাচন কমিশন কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২৩ সংশোধন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান বিধিমালায় পদোন্নতির ক্ষেত্রে অনেকে বৈষম্যের শিকার হচ্ছে। সম্প্রতি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ নিয়ে অভিযোগ দিয়েছেন। সেই দাবি আমলে নিয়েই বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
ইইউডি/এএটি