ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাবেক ডিসিরাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
সাবেক ডিসিরাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চান

ঢাকা: বিগত সংসদ নির্বাচনগুলোতে দায়িত্বপালনকারী জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তারাও (এনআইডি) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুপারিশ করেছেন। তারা বলেছেন, অন্তবর্তী সরকার না থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না।

 
 
সাবেক রিটার্নিং অফিসার (ডিসি) ও সহকারী রিটার্নিং অফিসারদের (ইউএনও) সঙ্গে সোমবার (০৯ ডিসেম্বর) সংসদ ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।

তিনি জানান, কেউ রিটার্নিং অফিসার, কেউ সহকারী রিটার্নিং অফিসার, সিনিয়র সহকারী সচিব ছিলেন; তারা বৈঠকে ছিলেন। উনারা ওনাদের অভিজ্ঞতার বর্ণনা করেছেন। উনারা বলেছেন উনাদের তেমন কিছু করার ছিল না। কল কব্জা অন্য জায়গা থেকে নাড়ানো হয়েছে। এক অর্থে বলতে গেলে উনারা অসহায় ছিলেন। তবে যারা নিচের কর্মকর্তা, তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি প্রশ্ন তুলেছেন। তারা বলছেন তখন দেশ একটি পুলিশি রাষ্ট্র হয়ে গিয়েছিল।

বদিউল আলম মজুমদার আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশ কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচন করতে এর কোনো বিকল্প নেই। আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে প্রস্তুত নই। তার মানে নির্বাচনের সময় একটি অন্তবর্তী কালীন সরকার থাকতে হবে। তা না হলে একটি সুষ্ঠু নির্বাচন হবে না।

সংস্কার কমিশনের সদস্য ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এসব কর্মকর্তা। আমরা তাদের ভোটের সময়কার অবস্থা, কী অসুবিধা হয়, এসব জেনেছি। তারা বিভিন্ন সিচুয়েশন ব্যাখ্যা করলেন। এদের মধ্যে অনেকে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। এমন পরে সচিবও হয়েছেন এমন কর্মকর্তাও ছিলেন।

নির্বাচন সংস্কার কমিশন ধারাবাহিকভাবে বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করে প্রস্তাব নিচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সকলের সুপারিশ একীভূত করে তারা সরকারের কাছে প্রস্তাব করবে। এরপর সরকার দলগুলোর সঙ্গে সংলাপের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।