ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটার তালিকা হালনাগাদে ল্যাপটপ-স্ক্যানার দেবে ইউএনডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
ভোটার তালিকা হালনাগাদে ল্যাপটপ-স্ক্যানার দেবে ইউএনডিপি ফাইল ছবি

ঢাকা: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ল্যাপটপ ও স্ক্যানারসহ অন্যান্য উপকরণ বা সরঞ্জাম দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপি।

রোববার (১৯ জানুয়ারি) সরঞ্জামগুলো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করবে সংস্থাটি।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, রোরবার সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে ইউএনডিপি ল্যাপটপ, স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য ব্যাগ হস্তান্তর করবে।

ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানান, আগামী ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে ছবি তুলে এবং চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে সংস্থাটি। হালনাগাদেরর এসব কাজে ল্যাপটপ ও স্ক্যানার কাজে দেবে।

ইউএনডিপি বরাবরই ইসিকে নানা সহায়তা দিয়ে আসছে। এর আগেও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণ ও নির্বাচনী সরঞ্জাম দিয়ে সহায়তা করে সংস্থাটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সংস্থাটি সহায়তা করবে। এরইমধ্যে সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠক করেছে।

ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদের পর ভোটার তালিকা সাধারণীকরণ করার প্রক্রিয়ায় সহায়তা করবে। এ ছাড়া হালনাগাদ কার্যক্রমে আমাদের কিছু উপকরণের ঘাটতি আছে, সেগুলো দেওয়ার জন্য বলেছি।  

তিনি বলেন, তারা ঘরে ঘরে গিয়ে তো তথ্য আনবে না। সেই তথ্য আমরা আনার পর কাস্টমাইজেশনে তারা সহায়তা করবে। কারিগরি সহায়তা। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ ইত্যাদিতে তারা সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিগত বিষয়টি হচ্ছে সফটওয়্যারের কোনো উন্নয়ন যদি করা যায়। কারিগরি সহায়তা, প্রশিক্ষণ সচেতনতা বাড়াতে সহযোগিতা চেয়েছি।

আগামী ডিসেম্বর মাস লক্ষ্য রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।