ঢাকা, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০২ মার্চ ২০২৫, ০১ রমজান ১৪৪৬

নির্বাচন ও ইসি

রোববার ভোটার দিবস, হালনাগাদ তালিকা প্রকাশ করবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
রোববার ভোটার দিবস, হালনাগাদ তালিকা প্রকাশ করবে ইসি নির্বাচন ভবন। ফাইল ফটো

ঢাকা: সপ্তম জাতীয় ভোটার দিবস রোববার (২ মার্চ)। এদিন হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ স্লোগানটিকে সামনে রেখে এবারের ভোটার দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

তিনি বলেন, রোববার জাতীয় ভোটার দিবস সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে। সকাল সোয়া ৯টায় র‌্যালি উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এরপর বেলা ১১টায় নির্বাচন ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকার মতো স্থানীয়ভাবেও র‌্যালি-আলোচনা সভার আয়োজন করা হবে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন। রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ হলে এ সংখ্যা সাড়ে ১২ কোটি হতে পারে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।