ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

নির্বাচন ও ইসি

কঠোর কর্মসূচির আল্টিমেটাম ইসি কর্মকর্তা-কর্মচারীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
কঠোর কর্মসূচির আল্টিমেটাম ইসি কর্মকর্তা-কর্মচারীদের

ঢাকা: জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে না রাখার সিদ্ধান্ত পরিবর্তন না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির আল্টিমেটাম দিলেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (০৬ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর এমন আল্টিমেটাম দেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

তিনি বলেন, এনআইডি নিয়ে বারবার একেক সময় একেকরকম সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা এনআইডি নিয়ে টানা-হেঁচড়া করে। এর আগে একাধিকবার চেষ্টা হয়েছিল, মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। এখন আবার নতুন কমিশন তৈরি করে তাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, কোনো না কোনো উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছি।  

এই কর্মকর্তারা আরও বলেন, ১৭-১৮ বছর ধরে কোনো সমস্যা হয়নি। আজকে এমন কোনো পরিবেশ তৈরি হয়নি যার কারণে এনআইডি ইসি থেকে অন্য কোথাও যাবে। আমরা কমিশনকে জানিয়েছি, সময় দিয়েছি আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা করছি। তা না হলে ১৩ মার্চ ইসি সচিবালয়সহ সারাদেশে কর্মকর্তা-কর্মচারীরা ১১ থেকে ১ টা পর্যন্ত মানববন্ধন করব। তারপরও দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচিতে যাব।

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, এনআইডি কার্যক্রম যাতে ইসি থেকে না যায় সে বিষয়ে কমিশন সব উদ্যোগ নেবে। এনআইডি যদি ইসি থেকে অন্যত্র চলে যায় তাহলে নির্বাচন হুমকির মুখে পড়বে। আমাদের উদ্বেগ জানিয়ে স্মারকলিপি দিয়েছি। আগের কমিশন আমাদের সঙ্গে ছিল না। বর্তমান কমিশন আমাদের সঙ্গে থাকবে। স্যারেরাও চান এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকুক।

এনআইডি, জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবা এক ছাদের নিচে আনতে সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ করছে সরকার। বিষয়টি জানার পর ইসির কর্মকর্তারা ক্ষোভে ফেটে পড়ছেন। কেননা, বিগত আওয়ামী লীগ সরকারও এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন পরিবর্তন করেছিল। তবে সরকার পরিবর্তনের পর সেই উদ্যোগ রদ হয়ে গেলেও অন্তর্বর্তী সরকার এখন আবার পৃথক কমিশন গঠন করতে চাচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন যদিও এরই মধ্যে ইসি কর্মকর্তা-কর্মচারীদের জোরালো ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।