ঢাকা: নির্বাচন ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ১৮টি নির্দেশনা বাস্তবায়নের জন্য বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ইসির উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।
নির্দেশনাগুলো নির্বাচন ভবনে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সদস্যদের প্রতিপালন নিশ্চিত করতে বলা হয়েছে। এতে দায়িত্ব পালনে অবহেলা করলে শাস্তির ব্যবস্থা নেবে ইসি।
নির্দেশনাগুলো হলো:
(১) নির্বাচন ভবনে আগত সব দর্শনার্থী/সেবাপ্রত্যাশীদের সব প্রকার যানবাহনের প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি পূর্বক প্রবেশের অনুমতি প্রদান করা।
(২) নির্বাচন ভবনে আগত সব গাড়ি/কাভার্ড ভ্যান প্রবেশ বাইরের সময় প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি পূর্বক প্রবেশ/ বাইরের অনুমতি প্রদান করা।
(৩) নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে অফিসিয়াল প্রবেশপত্র/পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং তা ঝুলিয়ে রাখা নিশ্চিত করা।
(৪) ডিউটি পোস্টে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী, আনসার ব্যাটালিয়ন এবং পুলিশ নির্বাচন ভবনের প্রবেশ/বাহির/সাব-স্টেশন গেট প্রয়োজন ব্যতীত সার্বক্ষণিকভাবে বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা।
(৫) অফিস সময় শুরুর আগে এবং পরে ( সাইলেন্ট আওয়ার) ও সাপ্তাহিক/সরকারি ছুটির দিনগুলোতে সর্বোচ্চ সর্তকতার সঙ্গে যথাযথভাবে সংশ্লিষ্ট পোস্টগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
(৬) কার্ডধারী কর্মকর্তা/কর্মচারী নির্বাচন কমিশন সচিবালয়/দর্শনার্থী/সেবা প্রত্যাশী নির্বাচন ভবনে প্রবেশের পূর্বে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন এবং সঙ্গে বহনকৃত ব্যাগ/বস্তু ব্যাগেজ স্ক্যানারে মাধ্যমে স্ক্যান নিশ্চিত করা।
(৭) কার্ডধারী কর্মকর্তা/কর্মচারীরা ভবনে প্রবেশ ও প্রস্থানকালে ফ্ল্যাপ ব্যারিয়ার ট্রান্সটাইল এনট্রান্স অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করা।
(৮) দর্শনার্থী/সেবা প্রত্যাশীগণ নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রবেশকারীর তথ্য রেজিস্টার/কম্পিউটারে লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড গ্রহণপূর্বক দর্শনীয়ভাবে তা গলায় ঝুলিয়ে ফ্ল্যাপ ব্যারিয়ার ট্রান্সটাইল এনট্রান্স অ্যাক্সেস কন্ট্রোল গেট দিয়ে প্রবেশ নিশ্চিত করা।
(৯) দর্শনার্থী/সেবা প্রত্যাশীগণ ভবনের যে তলায় ( লেভেল) প্রবেশাধিকার পাবেন তিনি শুধুমাত্র সেখানেই যাবেন এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত অবস্থান করবেন। নির্বাচন ভবন ত্যাগ করার আগে ভিজিটর কার্ড ফেরত প্রদান করা নিশ্চিত করা।
(১০) নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসার ব্যাটালিয়ন, নিরাপত্ত প্রহরী নির্বাচন ভবনের ডিউটি পোস্টে দায়িত্বপালনকালে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে ডিউটি পোস্টের বাইরে যাবেন না।
(১১) দাপ্তরিক প্রয়োজন ব্যতীত কোনো কর্মকর্তা/কর্মচারী ভবন বা স্বীয় দপ্তরে অতিরিক্ত সময় অবস্থান করবেন না।
(১২) ডিউটি পোস্টে দায়িত্বরত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইন্স্ট্রাগ্রাম, টিকটক ও ইউটিউব ইত্যাদি) ব্যবহার না করা;
(১৩) নির্বাচন কমিশন সচিবালয় ভবনের বিদ্যুৎ, পানি, গ্যাস অপচয় রোধে সবাইকে সচেষ্ট থাকতে হবে। এ কারণে লিফট, এসি, লাইট, ফ্যান ইত্যাদি যেন সচল/চলমান না থাকে সেই দিকে দৃষ্টি রাখতে হবে।
(১৪) নির্বাচন কমিশন সচিবালয়/ফ্লোরে প্রবেশের সময় জুতা পরিষ্কার রাখতে হবে।
(১৫) ডিউটিরত অবস্থায় শিষ্টাচার বজায় রেখে চলা, সহকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, আড্ডা ইত্যাদি দিয়ে অকারণে সময় নষ্ট না করা। প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জমাদি/অস্ত্র, ইউনিফর্ম, পরিচয়পত্র পরিহিত অবস্থায় থাকা এবং সর্বোচ্চ সর্তকতার সঙ্গে দায়িত্ব পালন করা।
(১৬) অফিসারের সামনে সম্মান জানানো ও বিনয়ী আচরণ করা, সবার সঙ্গে ব্যবহারে বিনয়ী হওয়া ও হাসি মুখে কথা বলা। নিজের খেয়াল খুশি মতো কাজ না করে অফিস কর্তৃক অর্পিত দায়িত্ব সম্পর্কে মনোযোগী হওয়া চেইন অব কমান্ড এর বিষয়ে নিজে শ্রদ্ধাশীল হওয়া ও অপরকে উৎসাহিত করা। নির্বাচন কমিশন সচিবালয়ের লিফট ব্যবহার না করে তিনতলার ওপরে তিন তলা নিচে উঠানামা করা ক্ষেত্রে সিঁড়ি যথা সম্ভব ব্যবহার করা।
(১৭) পুলিশ, আনসার ব্যাটালিয়ন-এর আবাসন/ক্যাম্পে (সাব-ষ্টেশনের ২য় তলা, ইটিআই ভবনের বেইজমেন্ট-২) এ অবস্থানকালীন সময়ে বিড়ি/সিগারেট/নেশা জাতীয় দ্রব্য গ্রহণ না করা ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ থেকে বিরত থাকা, বহিরাগত কাউকে আবাসন/ক্যাম্পে প্রবেশ/অবস্থান করতে না দেওয়া; এবং
(১৮) নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন) এর পরিবেশগত, বৈদ্যুতিক, অগ্নি এবং ব্যক্তিগত বা সমষ্টিগত নিরাপত্তার স্বার্থে ওপরে উল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতি পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হলো।
ওপরের নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন না করা শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম হিসেবে গণ্য হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
ইইউডি/জেএইচ