ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নিবন্ধন চায় ৬৫ দল, সময় চায় ৪৬ দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
নিবন্ধন চায় ৬৫ দল, সময় চায় ৪৬ দল

ঢাকা: নিবন্ধন পেতে ৬৫ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। এছাড়া ৪৬টি দল আবেদন করতে আরও সময় চেয়েছে।

রোববার (২০ এপ্রিল) নিবন্ধন আবেদনের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. মুনীর হোসেন।

নিবন্ধন পেতে যে দলগুলো আবেদন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আম জনতার দল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, লেবার পার্টি বাংলাদেশ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ গ্রিন ইনভারমেন্ট পার্টি, আমার দেশ আমার অধিকার পার্টি (এনডিএপি), বাংলাদেশ গণ মুক্তি পার্টি, বাংলাদেশ একুশে পার্টি, গণ অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ ছাত্র-জনতা পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, গণতান্ত্রিক নাগরিক শক্তি (ডিসিপি), বাংলাদেশ সমতা পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ আ-আমজনতা পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এছাড়া যে সকল দল সময় বাড়ানোর আবেদন করেছে, সেগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ রক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি ও বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)।

এদিকে নিবন্ধন আবেদন করার সময় ইতিমধ্যে বাড়িয়ে ২২ জুন করেছে ইসি। এক্ষেত্রে আরও দুই মাস সময় পেল আগ্রহীরা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।