ঢাকা: আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল সোমবার (৫ মে) ময়মনসিংহে সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
রোববার (৪ মে) ইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য জানিয়েছেন।
সিইসি সফরসূচি অনুযায়ী, রোববার রাতে তিনি ময়মনসিংহের সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। এরপর সোমবার সকাল ১০টায় নগরির সিটি করপোরেশন সভাকক্ষে চলমান ভেটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভায় অংশ নেবেন।
সভায় ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভা আয়োজনে ব্যবস্থাপনা করবেন জেলা প্রশাসক।
আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ইসি। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন কাজ এগিয়ে নিচ্ছে সংস্থাটি।
ইইউডি/এমজে