ঢাকা: জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেছেন, ভোটার তালিকায় রোহিঙ্গাদের ঢুকে যাওয়া এখন আর আগের মতো সহজ নয়। রোহিঙ্গা ও বিদেশিদের আমরা আমাদের ডেটাবেইসে ঢুকতে দেব না।
সোমবার (৫ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মহাপরিচালক বলেন, রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ের বিষয়টি হলো, ওদের একটি ডেটাবেইস রয়েছে। প্রথমে সিদ্ধান্ত ছিল, সরকার ইসিকে এপিআইয়ের (API) মাধ্যমে সেই তথ্য দেবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তর মিলে সিদ্ধান্ত নিয়েছে, এই তথ্য আমাদের কাছেই থাকবে। যেখান থেকেই হোক, আমরা যদি তথ্যটা পাই, তাহলেই খুশি। তবে রোহিঙ্গা ও বিদেশিদের আমরা আমাদের ডেটাবেইসে ঢুকতে দেব না।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ডেটাবেইস কোন মন্ত্রণালয়ে থাকবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এই সপ্তাহের মধ্যেই আমরা তা পেয়ে যেতাম। এখন সরকারের যদি বিকল্প সিদ্ধান্ত হয়, তাহলেও যেখানে থাকুক, আমরা যদি তাদের আঙুলের ছাপ যাচাই করতে পারি, তাহলেই যথেষ্ট।
হুমায়ুন কবীর বলেন, ভোটার করার বিষয়ে আমরা জাস্ট কয়েকদিন আগেই নিবন্ধনের কাজ শেষ করলাম। রোহিঙ্গাদের ধরার জন্য চট্টগ্রাম অঞ্চলের ৫৬টি বিশেষ উপজেলায় এবং যেকোনো জায়গায় আমাদের যে টেকনিক আছে সেগুলো অব্যাহত থাকবে। কাজেই তাদের ভোটার তালিকায় ঢুকে যাওয়া সহজ হবে না। ভোটার হতে যিনি আসবেন, আমরা যত রকমভাবে সম্ভব চেক করে নেব। আগের মতো আর সহজ নয়, যদি না আমি মোটিভেটেড না হই।
ইইউডি/এসআইএস