ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী অপপ্রচার রোধে জর্জিয়া থেকে অভিজ্ঞতা নেবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, মে ৯, ২০২৫
নির্বাচনী অপপ্রচার রোধে জর্জিয়া থেকে অভিজ্ঞতা নেবে ইসি নির্বাচন কমিশন

ঢাকা: নির্বাচনী অপপ্রচার রোধে জর্জিয়া থেকে অভিজ্ঞতা নেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য দুই সদস্যের একটি প্রতিনিধি দল দেশটিতে পাঠাচ্ছে সংস্থাটি।

 

বৃহস্পতিবার (৮মে) ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
 
নির্বাচন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠন ইলেকশন ম্যানেজমেন্ট বডিস (ইএমবিএস) এর নির্বাচনী অপপ্রচার সংক্রান্ত ১২তম বার্ষিক সভায় যোগ দিতে দুই সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. ফারুক আহমেদ। তার সঙ্গে থাকবেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।

সভাটি ৫ ও ৬ জুন জর্জিয়ার কাখেতিতে অনুষ্ঠিত হবে।  

ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।