ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভোটের আগে-পরে ৩ দিনের জন্য মাঠে থাকবেন পর্যবেক্ষকরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, জুলাই ১৭, ২০২৫
ভোটের আগে-পরে ৩ দিনের জন্য মাঠে থাকবেন পর্যবেক্ষকরা ইসি ভবন

ঢাকা: ভোটের আগে ও পরে তিন দিনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করতে পারবেন পর্যবেক্ষকরা। এ ছাড়া পর্যবেক্ষক হলে ন্যূনতম এইচএসসি পাস ও ২১ বছর বয়সী হতে হবে।


 
বৃহস্পতিবার (১৭ জুলাই) এমন শর্ত রেখে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 নতুন জারি করা নীতিমালায় ২০২৩ সালের নীতিমালা বাতিল করা হয়েছে। আগের নীতিমালায় শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি, যা এবার এইচএসসি করা হলো। এ ছাড়া আগে বয়স ছিল ২৫, তা কমিয়ে ২১ বছর করা হয়েছে।

এদিকে আগে নিবন্ধিত থেকে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিবেদন জমা দিয়েছেন তারা এবার নিবন্ধন পাবেন না বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আগের নীতিমালায় ভোটের আগে ও পরে সাত দিন পর্যবেক্ষণ করা যেতো। এবার তা কমিয়ে তিন দিন করা হয়েছে। এ ছাড়া আগের শর্তগুলো প্রায় একই রকম রয়েছে।  

ইসি জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নতুন নীতিমালা জারি হওয়ায় আগের সব সংস্থার নিবন্ধন বাতিল হয়ে গেছে।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষন করতে চাইলে নতুন করে আবেদন করতে হবে।

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।