ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

তিন সপ্তাহে ১৭৪ নির্বাচন কর্মকর্তা বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, জুলাই ৩১, ২০২৫
তিন সপ্তাহে ১৭৪ নির্বাচন কর্মকর্তা বদলি নির্বাচন ভবন।

গত ১৭ দিনে ১৭৪ নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে দুই দফায় বদলির পর বৃহস্পতিবারও (৩১ জুলাই) ৫২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই মাঠ পর্যায়ে রদবদল করা হচ্ছে।

গত ১৫ জুলাই ৫১ জন ও ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তাকে বদলি করে সংস্থাটি। এই ১৭৪ কর্মকর্তার মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

ইইউডি/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।