ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আগ্রহের কথা জানায় সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক। প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নে আনফ্রেলের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আন্তরিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এ সময় প্রতিনিধিদল স্থানীয় সুশীল সমাজ সংগঠনগুলোর সক্ষমতা বাড়াতে আনফ্রেলের চলমান কর্মশালার অগ্রগতি নিয়েও আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে একটি আঞ্চলিক অভিজ্ঞতা বিনিময় সম্মেলনের আয়োজন করার ঘোষণা দেওয়া হয়। এ সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নির্বাচন কমিশনাররা বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থাপনার সেরা অনুশীলন, অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত বিনিময় করবেন।
আনফ্রেলের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, ক্যাম্পেইন অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়রাথনা, বাংলাদেশ ইলেকশনস অ্যান্ড ডেমোক্রেসি প্রোগ্রামের প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা এনায়েত এমি প্রমুখ।
ইইউডি/আরবি