ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বুধবার থেকে সংবাদমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
বুধবার থেকে সংবাদমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (১৬ আগস্ট) সংবাদমাধ্যমের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। দুই ধাপের এ সংলাপে প্রথমেই সিনিয়র সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বসবে টেলিভিশন মিডিয়ার বার্তা প্রধানদের সঙ্গে।

সংস্থাটির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানিয়েছেন, মোট ৭১ জন সাংবাদিককে সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এক্ষেত্রে বুধবার ৩৭ জন এবং বৃহস্পতিবার ৩৪ জন আসবেন।



নির্বাচন কমিশনের সভাকক্ষে সকাল ১০টায় সংলাপ শুরু হবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে। এসময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিতি থাকবেন।

ইসির জনসংযোগ শাখার তালিকা অনুযায়ী বুধবার (১৬ আগস্ট) সংলাপের আসার জন্য আমন্ত্রিতদের মধ্যে নাম রয়েছে, নিউএইজ সম্পাদক নুরুল কবির, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, আমাদের সময় ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

এছাড়া সংবাদের নির্বাহী সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দিনকাল সম্পাদক রিজওয়ান সিদ্দিকী, মানবকণ্ঠ ভারপ্রাপ্ত সম্পাদক আনিস আলমগীর, সকালের খবর ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়ও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন।

এরপর রয়েছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের অপর অংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ, কলামিস্ট আবেদ খান, সাংবাদিক মাহফুজউল্লাহ, আফসান চৌধুরী, পীর হাবিবুর রহমান, কাজী সিরাজ, আনিসুল হক, আমানুল্লাহ কবীর, সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তুজা, কলাম লেখক বিভুরঞ্জন সরকার, মাহবুব কামাল, সৈয়দ বদরুল আহসান, কলামিস্ট সোহরাব হাসান ও প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার।

ইসির তালিকা অনুযায়ী বৃহস্পতিবার (১৭ আগস্ট) আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র এডিটর ইন চিফ আলমগীর হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, এনটিভি প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল, এটিএন বাংলা হেড অব নিউজ জ ই মামুন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, চ্যানেল আই পরিচালক শাইখ সিরাজ, আরটিভি সিইও সৈয়দ আশিক রহমান, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বাংলা ভিশন হেড অব নিউজ মোস্তফা ফিরোজ, সময় টিভি ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইন্ডিপেনডেন্ট টিভি নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দীন, মাছরাঙা টিভি প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, গাজী টিভি হেড অব নিউজ মেজবাহ আহমেদ, একাত্তর টিভি প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এডিটর ইনপুট তালাত মামুন।

এরপর রয়েছেন, দেশ টিভির হেড অব নিউজ সুকান্ত গুপ্ত অলোক, যমুনা টিভি প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, চ্যানেল নাইন হেড অব নিউজ আমিনুর রশীদ, ভয়েস অব আমেরিকা বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু, বৈশাখী টিভির অশোক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর-এর হাসনাইন খুরশিদ, ডিবিসি’র মনজুরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন উর রশিদ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ। এছাড়া মাই টিভি, এশিয়ান টিভি, দীপ্ত টিভি, এসএ টিভি, মোহনা টিভি, রেড়িও টুডে’র বার্তা প্রধানও রয়েছেন আমন্ত্রিতদের মধ্যে।

আইন সংস্কারসহ ইসির রোডম্যাপ বাস্তবায়ন নিয়ে সংলাপে আলোচনা হবে। এর আগে সুশীল সমাজের সঙ্গেও সংলাপে বসেছিল ইসি। আগস্টের ২৪ তারিখ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ শুরু করবে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।