ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহে পৌর এলাকায় ভোটার নিবন্ধন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, অক্টোবর ১২, ২০১৭
ময়মনসিংহে পৌর এলাকায় ভোটার নিবন্ধন শুরু ময়মনসিংহে পৌর এলাকায় ভোটার তালিকা হালনাগাত শুরু- ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ পৌরসভা এলাকায় ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসমাইল হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাওন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমীন সুলতানা প্রমুখ।

ময়মনসিংহ পৌরসভা থেকে জানানো হয়, তিন দিনব্যাপী ভোটার নিবন্ধন কার্যক্রম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমীন সুলতানা বাংলানিউজকে জানান, গত ২ অক্টোবর (সোমবার) থেকে সদর উপজেলার ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ১৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত চলবে। পরের দিন ১৫ অক্টোবর (রোববার) সদর উপজেলায় ভোটার নিবন্ধনে বাদ পড়ারা স্থানীয় উদয়ন স্কুল মাঠে নিবন্ধনের সুযোগ পাবেন।

এই পৌরসভায় আগের তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৫শ' ৫৩ জন। নতুন তালিকায় ৪ থেকে সাড়ে ৪ হাজার নিবন্ধন হতে পারে বলে ধারণা করছেন সৈয়দা শারমীন সুলতানা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭ 
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।