ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, অনুষ্ঠিত সংলাপের প্রাপ্তি ও আদ্যোপান্ত জানাতে আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। সংস্থার মিডিয়া সেন্টারে বেলা ১১ টায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। এরপর গত ২৪ আগস্ট থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। ২২ অক্টোবর নির্বাচন পর্যবেক্ষক, ২৩ অক্টোবর নারীনেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিভিন্ন ধরনের সুপারিশ ও পরামর্শ উঠে আসে অংশগ্রহণকারীদের তরফে।
মঙ্গলবার সংলাপের শেষ দিনে নির্বাচন বিশেষজ্ঞ ও সাবেক নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশনের প্রতি অর্জিত আস্থা ধরে রাখার পরামর্শ দেন। পাশাপাশি সব দল নির্বাচনে অংশ নেয় এমন উদ্যোগ নিতেও নির্বাচন কমিশনকে পরামর্শ দেন তরা। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব নিরসনেও নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার কথা বলেন তারা।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ইইউডি/আরআই