ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

বড়াইগ্রামের ২ ইউপিতে নির্বাচন ২৮ ডিসেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
বড়াইগ্রামের ২ ইউপিতে নির্বাচন ২৮ ডিসেম্বর

নাটোর: সীমানা জটিলতার কারণে স্থগিত থাকা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশন এ দুই ইউনিয়নের তফসিল ঘোষণা করে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, ঘোষিত তফসিল অনুসারে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীতা বাছাই ২৮-২৯ নভেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর একই দিনে উপজেলার বনপাড়া পৌরসভাসহ জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন রির্টানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad