ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রসিক নির্বাচনে বিএনপির বাবলার মনোনয়ন দাখিল

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
রসিক নির্বাচনে বিএনপির বাবলার মনোনয়ন দাখিল রির্টানিং অফিসার সুভাষ চন্দ্র সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা- ছবি: বাংলানিউজ

রংপুর: আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিন বুধবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে রংপুর আঞ্চলিক রির্টানিং অফিসার সুভাষ চন্দ্র সরকারের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে দেড়টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান বাবলা।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, যুগ্ম-সাধারণ সম্পাদক বসুনিয়া আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, জেলা স্বেচছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোকছেদুল আরেফীন রুবেল, রংপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ।  

এদিকে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষদিন বুধবার সকাল থেকেই নির্বাচন অফিসের সামনে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়।  

এ উপলক্ষে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।