ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা উত্তর সিটি নির্বাচন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা উত্তর সিটি নির্বাচন

ঢাকা: সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের পদটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গেজেটে ১ ডিসেম্বর থেকেই মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তাই আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ সিটির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।



সোমবার (৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আনিসুল হক মৃত্যুবরণ করায় সিটি করপোরেশন আইন অনুযায়ী ১ ডিসেম্বর মেয়র পদটি শূন্য করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রাজীব আহসানের সামনে বিষয়টি তুলে ধরা হলে বাংলানিউজকে তিনি জানান, আইনে আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি সময় পূর্ণ হবে।

এদিকে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আমাদেরকে আসন শূন্য ঘোষণা করার গেজেট মন্ত্রণালয় থেকে পাঠালেই নির্বাচনের প্রক্রিয়া হাতে নেয়া হবে।

গত ৩০ নভেম্বর রাতে আনিসুল হক লণ্ডনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ শোক প্রকাশ করে সোমবার একটি গেজেটও প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ইইউডি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।