ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

ইভিএমে আশাতীত সাড়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ইভিএমে আশাতীত সাড়া প্রথমবারের মতোেইভিএমে ভোট দিয়ে এ পদ্ধতিকে সহজ বলছেন ভোটাররা। ছবি: বাংলানিউজ

রংপুর থেকে: গোপন কক্ষে ভোট দিয়ে বের হতেই প্রশ্ন- ‘ভোট দিয়েছেন?’ মুচকি হেসে মাথা নেড়ে জবাব- ‘হ...। এক মিনিটও লাগেনি, আগের মতো সময়ও না। খুব সহজ’।

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজ ভোটকেন্দ্রের ৫ নম্বর বুথে ইভিএমে ভোট দিয়ে এভাবে অভিব্যক্তি প্রকাশ করলেন আনোয়ারা বেগম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল আটটা থেকে প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে রংপুরের এই কেন্দ্রে, চলবে বিকেল চারটা পর্যন্ত।

এই মেশিনে ভোট দেওয়া সহজ বলে জানান আরেক ভোটার সাহিদা বেগমও। তিনি বলেন, ‘খুব সহজ। বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আগেই ভোট দেওয়ার প্রশিক্ষণ দিয়েছেন কর্মকর্তারা’।

৫ নম্বর বুথে দায়িত্ব পালনরত নির্বাচন কমিশনের (ইসি) রক্ষণাবেক্ষণ কর্মকর্তা বলেন, ‘৫ শতাংশ লোকের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমরা শিখিয়ে দিচ্ছি’।

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আরজিনা মালেকের পোলিং এজেন্ট জিনিয়া আফরোজ বলেন, ইভিএমে কোন সমস্যা নেই। কারচুপিরও সুযোগ নেই।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পোলিং এজেন্ট রহিমা বেগম বলেন, সুন্দরভাবে ভোট হচ্ছে।

প্রথমবারের মতো এ পদ্ধতি প্রয়োগের ইতিবাচক দিকের পাশাপাশি কিছু সমস্যার কথা জানালেন বেলায়েত হোসেন। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তা বলেন, ‘সিস্টেমটা খুব ভালো। তবে আমাদের বেশিরভাগ ভোটার অশিক্ষিত। তাদের প্রশিক্ষণ দিয়ে দিলে সমস্যা হবে না’।

ইভিএম প্রয়োগের আগে প্রশিক্ষণ দেওয়ায় ভোটাররা এ পদ্ধতি রপ্ত করেছেন বলে জানিয়েছেন এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজহারুল ইসলাম।

তিনি বেলা পৌনে ১২টার দিকে বলেন, ‘ইভিএমে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, সংশয় কেটে গেছে। আশার চেয়েও ভালো সাড়া পাচ্ছি’।

এই কেন্দ্রে ২ হাজার ৫৯ ভোটের মধ্যে তখন পর্যন্ত ৬১৬টি ভোট কাস্ট হয়েছে বলেও জানান নির্বাচনী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমআইএইচ/এএসআর


** শান্তিপূর্ণ ভোট চলছে, বললেন ডিসি ও এসপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।