ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সফটওয়্যারে ফল, জানা যাচ্ছে দ্রুত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
সফটওয়্যারে ফল, জানা যাচ্ছে দ্রুত সফটওয়্যার ভিত্তিক ফল বিন্যাস

রংপুর থেকে: সফটওয়্যার ভিত্তিক ফল বিন্যাসের কারণে দ্রুতই মোট ভোটের ফলাফল জানা যাচ্ছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল সংগ্রহ করে তা বিন্যাস করা হচ্ছে কম্পিউটারে। এরপর তা দ্রুতই অাপডেট হয়ে চলে যাচ্ছে একটি বড় স্ক্রিনে, দেখতে পাচ্ছেন সবাই।

সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের পর পুলিশ লাইনে পুলিশ হলে ঘোষণা করা হচ্ছে ফলাফল।

বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল নিয়ে পুলিশ হলে অাসছেন প্রিজাইডিং কর্মকর্তারা।

তা প্রথমে নির্দিষ্ট বুথে জমা দিচ্ছেন। এরপর সেই ফল কম্পিউটারে সফটওয়্যারের মাধ্যমে বিন্যাস করছেন অপারেটরগণ। সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা দিচ্ছেন কর্মকর্তারা।

একই সঙ্গে ল্যাপটপ থেকে প্রজেক্টরের মাধ্যমে একটি স্ক্রিনে দেখানো হচ্ছে।

নির্বাচনী দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন, ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ফল বিন্যাস করা হচ্ছে। এতে দ্রুত জানা যাচ্ছে ফলাফল। মোট ১৯৩টি কেন্দ্রের মধ্যে শতাধিক কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। অার পুরো ১৯৩টি কেন্দ্রের ফলই এসেছে বলে জানান কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭ 
এমঅাইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।