ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজনী‌তি ক‌রি না, ত‌বে মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় বিশ্বাসী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
রাজনী‌তি ক‌রি না, ত‌বে মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় বিশ্বাসী দ‌ক্ষিণখান ইউ‌নিয়‌ন প‌রিষ‌দে উপ‌স্থিত জনতার উ‌দ্দে‌শে কথা বলছেন আতিকুল ইসলাম/ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি ক‌রপোরেশনের উপ-নির্বাচ‌নে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে প্রচারণায় নে‌মে‌ছেন বি‌জিএমইএ’র সা‌বেক সভাপ‌তি আ‌তিকুল ইসলাম।

নিজের পক্ষ থেকে প্রথমদিনের অনেকটা আনুষ্ঠানিক প্রচারণায় নেমে তি‌নি বলেন, আ‌মি রাজনী‌তি ক‌রি না। ত‌বে মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় বিশ্বাসী।

 প্রধানমন্ত্রী আমা‌কে গণসং‌যোগ কর‌তে ব‌লে‌ছেন, আ‌মি শুরু করে‌ছি।

চূড়ান্ত না হলেও দলের ‘সবুজ সংকেত’ পেয়ে মঙ্গলবার (২৬ ডি‌সেম্বর) সকাল থে‌কে গণসং‌যোগ শুরু ক‌রেছেন আ‌তিকুল ইসলাম। উত্তরা সেক্টর-৪ এ গণসং‌যোগ শে‌ষে ডিএন‌সি‌সির ব‌র্ধিত ইউ‌নিয়ন দ‌ক্ষিণখা‌নের ভোটার‌দের দ্বা‌রে দ্বারে গিয়ে নৌকা প্রতী‌কে ভোট চাচ্ছেন তিনি।

প্রচারণায় আতিকুলের পাশে দক্ষিণখান ইউপি চেয়ারম্যান এসএম তোফাজ্জল হোসেনদ‌ক্ষিণখান ইউ‌নিয়‌ন প‌রিষ‌দে উপ‌স্থিত জনতার উ‌দ্দে‌শে তিনি ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমা‌কে ডে‌কে গণসং‌যোগ কর‌তে ব‌লেছেন। আ‌মি যে‌হেতু  উত্তরার বা‌সিন্দা, তাই নিজ ঘর থেকে প্রচারণা শুরু করলাম। আ‌গে ঘর ঘু‌ছি‌য়ে অন্য দি‌কে যা‌বো।

আতিকুল ইসলাম ব‌লেন, আমা‌কে প্রার্থী ঘোষণা কর‌লে মার্কা হ‌বে নৌকা।  এই নৌকা প্র‌তীক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতীক। এই নৌকা দেশের স্বাধী‌নতার নেতৃত্ব দি‌য়ে‌ছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাক‌লে কেউ হারা‌তে পার‌বে না।

এসময় দ‌ক্ষিণখা‌নের বা‌সিন্দা‌দের কথা দেন মেয়র হি‌সে‌বে দায়িত্ব পে‌লে গুলশান-বনানী যেমন দেখ‌তে পা‌চ্ছেন দ‌ক্ষিণখানও সেরকম হ‌বে।

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে তিনি বাংলানিউজকে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করার সবুজ সংকেত পেয়েছেন বলে জানান।

বাংলা‌দেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডি‌সেম্বর ২৬, ২০১৭
এসএম/এএ

*** সিগন্যাল পেয়েই গণসংযোগ করছি, বাংলানিউজকে আতিকুল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।