ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বনপাড়া পৌরসভা ও ২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
বনপাড়া পৌরসভা ও ২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে ভোটগ্রহণ চলছে

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা ও দুই ইউনিয়নে চলছে ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।

ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসছেন।

এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে র‌্যাব-বিজিবি স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, বনপাড়া পৌরসভার ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে পৌরসভার ১২নং ওয়ার্ডে ভোট তিন মাসের জন্য স্থগিত রয়েছে। পৌরসভা ও ইউনিয়নের নির্বাচনে কেন্দ্রের নিরাপত্তার জন্য ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৪৪জন পুলিশ, ৬১২ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া ১২ প্লাটুন বিজিবি ও র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।