ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জের ২ ইউপিতে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
সিরাজগঞ্জের ২ ইউপিতে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।  

তাড়াশ উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফারহানা বিলকিস জানান, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মজুন ছয় হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন মাহবুব ধানের শীষ প্রতীকে পান ৪৪৮০ ভোট।

অপরদিকে, উল্লাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা উজ্জল কুমার রায় জানান, মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আল-আমিন সরকার চার হাজার ৩৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী বুলবুল কবির পেয়েছেন তিন হাজার ৮৬৯ ভোট। এছাড়াও নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী তিন হাজার ৮৩৫ ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন তিন হাজার ১০০ ভোট।  

এর আগে, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ দুই ইউনিয়নের ২২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।