ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জীবননগরে ইউপি নির্বাচনে আ’লীগ ২, বিএনপি ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
জীবননগরে ইউপি নির্বাচনে আ’লীগ ২, বিএনপি ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী, মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুইটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার রাজু আহমেদ বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সোহরাব হোসেন খান তিন হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৬৪০ ভোট।

নবগঠিত কেডিকে ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী খায়রুল বাশার শিপলু চার হাজার ৫০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তানভির হোসেন রাজীব পেয়েছেন তিন হাজার ৩৭৮ ভোট।  

উপজেলার উথলী ইউনিয়নে বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ চার হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হান্নান পেয়েছেন তিন হাজার ১৮৯ ভোট।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর  ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।