ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চরফ্যাশনে ৩ ইউপিতে আ’লীগ প্রার্থীরা জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
চরফ্যাশনে ৩ ইউপিতে আ’লীগ প্রার্থীরা জয়ী

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চরফ্যাশন উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ এবং নীলকমল ইউনিয়নে আওয়ামী লীগের তিন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

জিন্নাগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে মো. হোসেন মিয়া পেয়েছেন ৬ হাজার ৪০২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে শাহ এমরান ভূঁইয়া পেয়েছেন ৪২৮ ভোট।

আমিনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে জামাল উদ্দিন পেয়েছেন ৬ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে আখতার উদ্দিন পেয়েছেন ৭১৮ ভোট।

নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে মো. আলমগীর পেয়েছেন ১১ হাজার ২২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে নওরেজ বাবুল পেয়েছেন ১ হাজার ৮১ ভোট। তাদের নির্বাচন কমিশন বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।