ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিরল পৌরসভার প্রথম মেয়র আ’ লীগের সাগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বিরল পৌরসভার প্রথম মেয়র আ’ লীগের সাগর সবুজার সিদ্দিক সাগর। 

দিনাজপুর: দিনাজপুরের নবগঠিত পৌরসভা বিরলের প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সবুজার সিদ্দিক সাগর। 

সাগর নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) শফিকুল আজাদমনির (বরশি প্রতীক) সঙ্গে তার ভোটের পার্থক্য মাত্র ১২।

 

নির্বাচনে অপর স্বতন্ত্র প্রার্থী মকলেছুর রহমান (জগ প্রতীক) পেয়েছেন ১ হাজার ৮৮৫ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী লিয়াকত আলী (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৫৭৪ ভোট, শ্রমিক নেতা তানজিউল ইসলাম লাবু (হেলমেট প্রতীক) পেয়েছেন ২৬৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন দুলাল (লাঙ্গল প্রতীক) ৯৪ ভোট, আইয়ুব আলী (কম্পিউটার প্রতীক) ৪২ ভোট ও ফরহাদুর রহমান সেলিম (নারিকেল গাছ প্রতীক) ১৯ ভোট পেয়েছেন।  

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।  

অপরদিকে বিরল উপজেলার নবগঠিত রাজারামপুর ইউনিয়ন পলিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুকুল চন্দ্র রায় (নৌকা প্রতীক) ৪ হাজার ৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩ হাজার ১২ ভোট।  

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।