ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন শুরু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করতে শুরু করেছেন প্রার্থীরা।

মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেল পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়াও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন ওই প্রার্থীরা।


 
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বাংলানিউজকে বলেন, প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ১৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। তবে বিকেল পর্যন্ত মেয়র পদে কেউ মনোনয়নপত্র উত্তোলন করেননি।
 
তিনি আরো বলেন, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল। যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৮
আরএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।