ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খোকসায় ইউপি উপ-নির্বাচন স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ১৫, ২০১৮
খোকসায় ইউপি উপ-নির্বাচন স্বতন্ত্র প্রার্থী জয়ী

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খান বিষু ১ হাজার ৮১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন ১৬৩১ ভোট।

মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আব্দুল হাদী জানান, নির্বাচন চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মোল্লার মৃত্যু হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।